এবিসি নিউজ ডেস্ক:
তরুণ উদীয়মান লেখক ইঞ্জিনিয়ার মাসুদ রানার ঈশ্বরের অভিশাপ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে গ্রন্থমেলার বাংলা একাডেমীর নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর এস এম আমিরুল ইসলাম পলাশ।
এতে আরো অংশ নেন নরসিংদী কলেজের গণিতবিভাগের সহকারী অধ্যাপক মো. একরাম হোসেন, সাংবাদিক ও গবেষক ভাষার খান, ডা. সালাউদ্দিন মজুমদার, রূপনগর ছাত্রলীগের সভাপতি মারুফ হোসাইন মিঠু, কবি ও গীতিকার সুমন রায়হান, শিক্ষক ও কবি মোহাম্মদ শাহজাহান মুন্সী, স্বেচ্ছাসেবী সংগঠন এসফা, আপনজন ও আলোর বাহনের প্রতিষ্ঠাতা নাজিরুল ইসলাম মামুন, আপনজনের সভাপতি মনিরা আক্তার প্রমুখ।
ঈশ্বরের অভিশাপ লেখকের দ্বিতীয় গল্প গ্রন্থ। বইটি পাওয়া যাবে গ্রন্থমেলার জাগতিক প্রকাশনের ৭২ নাম্বার স্টলে।
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দিতে মাসুদ রানার বেড়ে ওঠা। লেখক পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। মাসুদ রানা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর করেছে।