এবিসি নিউজ ডেস্ক:
কুমিল্লার তিতাসে দিগন্ত জোড়া সবুজ মাঠে দোল খাচ্ছে হলুদ বরণ সরিষা ফুল। এ যেন হলুদ আলপনার অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নান্দনিক রূপে। ফুলে ফুলে ভরে গেছে ক্ষেত। হলুদের সমারোহে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। সরেজমিনে উপজেলার জগতপুর ইউনিয়নের কোদালিয়ার চকে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে।
কথা হয় জগতপুর গ্রামের সরিষা চাষি শহীদ মিয়ার সাথে। শহীদ মিয়া জানান, তিনি ৪ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। সরিষা চাষে খরচ ও পরিশ্রম কম লাগে। বীজ আর সার ছাড়া খরচ নেই।
অপর কৃষক হোসেন মিয়া জানান, সরিষা ক্ষেতে নিড়ি লাগে না, মই লাগে না, বাইন্নাইলাম আর তুল্লাম খালি। খরচও কম। এক কানি ক্ষেতে কমপক্ষে ৪-৫ মণ সরিষা পাওন যায়। সরিষার উঠলে তিল বাইন্নামু, তারপরে ধান। সরিষা বাইন্নাইলে এক ক্ষেতেই তিন ফসল লাগান যায়।
উপজেলা কৃষি অফিসার মো. সালাহ উদ্দিন জানান, চলতি মৌসুমে উপজেলায় ৪২৭ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। গত বছর ২৩৮ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছিল। এবছর কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৯০০জন কৃষককে ১০কেজি এমওপি, ১০কেজি ডিএপি ও ১ কেজি করে সরিষার বীজ দেয়া হয়েছে। যা আবাদ বৃদ্ধিতে অবদান রেখেছে।