হাসান মাহমুদ মুক্তি, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি :
নাসরিন সুলতানার লেখা ‘অসমাপ্ত ভালোবাসা’ উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অমর একুশে বইমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব, কবি ও সাহিত্যিক হাসনাত লোকমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহিত্যিক, প্রাবন্ধিক ও কলামিস্ট এডভোকেট জয়নুল আবেদীন, ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এ এস এম শিবলী রেজা, লেখিকার বড় ভাই আর্কিটেক্ট মোহাম্মদ রেজাউল হক, কথা সাহিত্যিক পিয়ারা বেগম।
এসময় বক্তারা লেখিকার জন্য শুভ কামনা করেন এবং আগামী দিনে লেখিকা আরো ভালো ভালো উপন্যাস উপহার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ ফারাহ্ দীবা, লেখক কবি আবু ইউসুফ, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহমুদুল হাসান বিপ্লব শিকদার, সাংবাদিক হাসান মাহমুদ মুক্তিসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
অসমাপ্ত ভালোবাসা লেখিকার প্রথম উপন্যাস। বইটি পাওয়া যাবে মেঘনা পাবলিকেশন্সের ৫৪৪ নং স্টলে।
নাসরিন সুলতানা কুমিল্লার মেঘনা উপজেলার কান্দারগাও গ্রামের শিক্ষানুরাগী ও পরোপকারী প্রয়াত মো. আব্দুল কুদ্দুস সাহেবের কন্যা।
লেখিকার বড়ভাই প্রখ্যাত শিক্ষাবিদ ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান।
সম্পাদনা: তাসীন তিহামী