হাসান মাহমুদ মুক্তি, মেঘনা কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলার পাইলট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার সেননগর বাজারস্থ পাইলট স্কুলে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম মাসুদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাইনুদ্দিন মুন্সী তপন।
অনুষ্ঠানে বক্তারা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদেরকে শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর রাখতে গুরুত্ব আরোপ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রুহুল আমিন ভুইয়ার সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ফয়েজ আহমেদ সরকার, মো. জাকির হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।