হাসান মাহমুদ মুক্তি, মেঘনা (কুমিল্লা) থেকে:
কুমিল্লার মেঘনার মাতাবেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) মাতাবেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাসুরুল হক সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন।
মো. মোয়াজ্জেম হোসাইন ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ আমেনা বেগমের সার্বিক তত্ত্বাবধানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. কামাল উদ্দিন শিকদার, চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানিক মিয়া মুন্সি, সাবেক সেনা সদস্য মো. মানিক মিয়া, প্রবাসী আব্দুল মোমেন ভূঁইয়া এবং বিদ্যালয়ের ম্যানেজ কমিটির সকল সদস্য, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।