◾স্টাফ রিপোর্টার:
বিস্তৃত পথজুড়ে মানুষের জীবনের সঙ্গে সাহিত্য জড়িয়ে আছে অঙ্গাঅঙ্গিভাবে।প্রেম, দ্রোহ-বিদ্রোহ,পাওয়া,না-পাওয়া,মানুষের যাপিত জীবনের কথা,রাষ্ট্রের ভাষা হয়ে ওঠে সাহিত্যিকের কলম।
আবার কখনো কখনোনএটমিক শক্তিকে ছাপিয়ে যায় একজন লেখকের লেখা।
মায়া-ছায়ার এই মমতায় বেড়ে ওঠা মানুষের জীবন বড্ড বেশি বৈচিত্র্যময়।
সাহিত্যের সুবিশাল আকাশ জুড়ে জড়িয়ে আছে কাব্য।
যেকথা সাহিত্যের অন্যশাখায় বিস্তৃত কলেবরে বলা যায়,সেই কথা কাব্যের মাধ্যমে সাবলীলভাবে,ছন্দে গন্ধে উপমায় তুলে ধরা যায় খুব সংকীর্ণতায়।
বলছি তরুণ সাহিত্যিক হোসাইন মোহাম্মদ দিদারের কথা।
তিনি লিখছেন অবিরত, তার লেখায় কালের উপস্থিতি টের পাওয়া যায়,হয়তো এসব লেখা আগামীর উত্তর প্রজন্মের জন্য কিছুটা হলেও মন জাগাতে নিয়ামক হিসাবে কাজ করবে।
বৃহস্পতিবার সোনালী সকালের আলোজলমল পরিবেশে হয়ে গেলো অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে রচিত তাঁর পঞ্চম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
মোড়ক উন্মোচিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ এর চেয়ারম্যানের বাসভবন পায়রার সরব আঙ্গিনায় আড়ম্বরপূর্ণ পরিবেশ প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী।
সাংবাদিক আবু তাহের নয়নের সঞ্চালনায়
পৌরসভা বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানার সভাপতিত্ব্যে বিশেষ অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার,
মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান,পৌরসভা প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবউদ্দীন রকিব,
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ আল-আমিন,সাংবাদিক লিটন সরকার বাদল, পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য মুরাদ চৌধুরী সুমন, বারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক শফিউল বাসার সুমন,সুমন শিকদার,সাংবাদিক আলমগীর হোসেন,সাংবাদিক মামুনুর রশীদ রুবেল, সাংবাদিক আপেল মাহমুদ, পৌরসভা ছাত্র লীগ সহ-সভাপতি কাউসার হোসেন বাবু
প্রমুখ।