হাসান মাহমুদ মুক্তি, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।
অমর একুশে বই মেলায় বিশিষ্ট কলামিস্ট, আইনজীবী জয়নুল আবেদীনের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বই গুলো হলো -ইউরোপের ৪ দেশ, আদালতের ৪ দশক ও গাঁয়ের ছড়া মায়ের ছড়া। গত বৃহস্পতিবার বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন মোড়ক উন্মোচন মঞ্চে এ অনুষ্ঠান হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আমির হোসেন, কথাসাহিত্যিক পিয়ারা বেগম, এডভোকেট জয়নুল আবেদীন, অধ্যক্ষ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা শিবলী রেজা, সুরুজ্জামান সহ মেঘনার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আরও উপস্থিত ছিলেন লেখিকা আসমা সরকার, লেখক ইদ্রিস আশরাফী ও লেখিকা নাসরিন সুলতানার সপ্রতিভ অংশগ্রহনে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সফল করার জন্যে সার্বিক সহযোগিতা করেন সমাজকর্মী সাকিব মিয়াজি, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব শিকদার ও সাংবাদিক হাসান মাহমুদ মুক্তি সহ অন্যরা। লেখক কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা।