হাসান মাহমুদ মুক্তি, মেঘনা( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মেঘনায় মরহুম আঃ বাতেন চেয়ারম্যান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মহেশখোলা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সেননগর দলকে হারিয়ে বিজয়ী হয় মহেশখোলা দল।
খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে একটি করে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেয়া হয়।
গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. মফিজ ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।
খেলার উদ্বোধন করেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-বাকী শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা থানার ওসি মো. ছমিউদ্দিন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী দেলোয়ার হোসেন মাস্টার, সাবেক প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।