হাসান মাহমুদ মুক্তি, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলার আইডিয়াল হাই স্কুলের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউদ্দিন মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, দাতা সদস্য মোঃ সেলিম মিয়া, মোঃ সাব মিয়া মেম্বার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া প্রতিযোগী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদনা: তাসীন তিহামী