হাসান মাহমুদ মুক্তি, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কেন্দ্রীয় বিএনপির নির্দেশে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ সহ ১০দফা দাবি নিয়ে পদযাত্রা করেছে কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কদমতলা বাস স্ট্যান্ড এলাকা থেকে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে পদযাত্রা বের হয়ে বৈদ্যনাথপুর সিএনজি স্ট্যান্ড এ এসে শেষ হয়।
পদযাত্রায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সহ ১০ দফা দাবি নিয়ে বর্তমান সরকারের তীব্র প্রতিবাদ জানান এবং জনসাধারণের মাঝে প্রচার-পত্র বিতরণ করে।
পদযাত্রায় নেতৃত্ব দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মতিন, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে পদযাত্রায় অংশগ্রহণ করেন, ভাওরখোলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মোসলেম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কবির মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুদ্দিন মিন্টু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মোল্লা, বিএনপি নেতা মো. রেজাউল করিম, আ. রহমান মেম্বার, আ. গাফফার মোল্লাসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদনা: তাসীন তিহামী